TIN Certificate Registration করুন সহজেই ঘরে বসে। TIN অর্থাৎ (Taxpayer’s Identification Number)। আমরা যেই দেশেই বসবাস করিনা কেন সেই দেশের সরকারকে আপনার আয়ের উপর একটি নির্দিষ্ট পরিমানে Income Tax বা আয়কর অবশ্যই জমা দিতে হবে।
চাকরিজীবী এবং বেবসায়ি প্রত্যেকের জন্য TIN Certificate Registration থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এখন আপনি যে কোন ব্যাংক এ একাউন্ট করতে গেলেই আপনার TIN Certificate Registration আছে কিনা জানতে চাইবে। একাউন্ট করার সময় যদি এই সার্টিফিকেট টি জমা দিয়ে থাকেন তাহলে আপনার একাউন্ট হতে অতিরিক্ত টাকাও কম কাটবে। নয়ত TIN Certificate না দেয়ায় বাড়তি ফী কেটে রাখবে। সুতরাং বুঝতেই পারছেন এই TIN Certificate Registration এর প্রয়োজনীয়তা এখন কতখানি।
একজন আয়কর দাতা হলেন দেশের প্রথম সারির একজন সচেতন নাগরিক। তাই প্রত্যেকেরই উচিত নিয়মিত আয়কর জমা দেয়া।
আমরা বর্তমানে একটি ডিজিটাল যুগে বসবাস করছি। ডিজিটালের সুবিধা হল সহজেই অনলাইনের মাধমে সেবা নেয়া বা দেয়া যায়। তাই আয়কর জমা দেয়াকে আরও সহজ করতে সরকার TIN Certificate Registration এখন অনলাইনে পাওয়ার সুবিধা চালু করেছে। যা আপনি ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে শুধুমাত্র ডাটা চালু করেই নিজের জন্য তৈরি করতে পারেন।
TIN Certificate Registration টি আপনি বিনা পয়সায় অনলাইনে আবেদনের মাধ্যমে সহজেই বানিয়ে নিতে পারেন। কিভাবে খুব সহজে আপনি একটি TIN রেজিষ্ট্রেশান সার্টিফিকেট নিতে পারেন তা সহজে নিচে সহজ ভাবে হাতে-কলমে দেখানো হল।
TIN Certificate Registration করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড অবশ্যই থাকতে হবে। কারন TIN রেজিষ্ট্রেশনের জন্য যে তথ্য আপনাকে প্রদান করতে হবে তা আপনাকে NID কার্ড অনুযায়ী হুবুহু পূরণ করে করতে হবে। তাই আপনি যাতে করে সহজেই কাজটা সম্পন্ন করতে পারেন তাই সবচেয়ে ভাল হয় আপনার NID কার্ডের সমস্ত তথ্য ইংরেজিতে কোথাও আগে এন্ট্রি করে নিন।
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া NID কার্ডের অনলাইন কপি কিভাবে বের করবেন
তাহলে অনলাইনে ফরম পূরণ করার সময় সেখান থেকে কপি করে করে পূরণ করতে সুবিধা হবে এবং কাজও খুব দ্রুত হবে। আবার বানানের ভুল হবার সম্ভাবনাও কম থাকবে। তাই অবশ্যই আপনার NID কার্ডের সমস্ত তথ্য ইংরেজিতে মোবাইল নম্বর সহ লিখে অন্য কোথাও সংরক্ষণ করে নিন। সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে চলুন শুরু করা যাক। মনে রাখবেন একটি মোবাইল নম্বর থেকে শুধুমাত্র একবারই TIN Certificate Registration করতে পারবেন।
প্রথমে আপনার ড্রাইভের গুগল ক্রোম ব্রাওজার টি ওপেন করে নিন। তারপর অ্যাড্রেস বারে গিয়ে লিখুন eTin Registration অথবা NBR Tin Registration. যে কোন একটি Address লিখে সার্চ করুন। তাহলে রেজাল্টের প্রথমেই আপনি নিচের চিত্রের মত NBR এর অফিসিয়াল ওয়েব সাইট টি দেখতে পাবেন। যা তীর চিহ্নর মাধ্যমে দেখানো আছে।
এখন NBR এর অফিসিয়াল ওয়েব সাইট টিতে Click করে প্রবেশ করুন। তাহলে NBR এর অফিসিয়াল Website টিতে চলে আসবেন। এখানে উল্লেখ্য যে, কারও কারও ব্রাওজারে সরাসরি Site টি না এসে অন্য কিছু আসতে পারে। তখন Advance এ Click করে Proceed to secure incometax.gov.bd লেখা link এ click করতে হবে। তাহলেই NBR এর অফিসিয়াল Website টি সামনে চলে আসবে।
এখন মূল মেনু হতে আপনাকে প্রথমে Registration করে লগইন করে নিতে হবে। এটা খুবই সহজ কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দেয়া হচ্ছে। মেনু হতে Register এ ক্লিক করলেই নিচের মত একটি ফর্ম চলে আসবে।
এখানে ইউজার আইডি’র ঘরে একটি ইউনিক নাম আপনাকে দিতে হবে। যেমন- আপনার নামের প্রথম শব্দের সাথে দুটি বা তিনটি এলোমেলো সংখ্যা যুক্ত করে ইউজার আইডি টি দিতে পারেন। যা পরবর্তীতে সবসময় আপনাকে দিয়ে লগিন করতে হবে।
তারপর যথাক্রমে দু’বার একই পাসওয়ার্ড দিয়ে নিচে একটি সিকিউরিটি Question সেট করে দিবেন। তারপর কান্ট্রি ও আপনার মোবাইল নম্বর টি সেট করে দিবেন। ইমেইল নম্বর টি যদি আগেই তৈরি করা থাকে তাহলে দিবেন। না থাকলে ঘরটি খালি রাখতে পারেন। এটি অপশনাল অর্থাৎ না দিলেও হবে।
তারপর নীচের ঘরে কয়েকটি এলোমেলো সংখ্যা দেয়া থাকবে যেটি দেখে দেখে ভেরিফিকেশন লেটার এর খালি ঘরে একই টেক্সট বা সংখ্যা লিখে দিতে হবে। (এটাকে বলা হয় ক্যাপচা পূরণ। আপনি মানুষ নাকি রোবট তা যাচাইয়ের জন্য এটি বর্তমানে বেশিরভাগ সাইটেই ব্যবহার করা হয়)। এছাড়া এখানে একটি সংখার যোগফল বা বিয়োগফলও দিতে বলতে পারে। তারপর সবশেষে Register এ ক্লিক করুন।
Register বাটন এ ক্লিক করা মাত্র আপনার মোবাইলে ছয় সংখার একটি e-TIN এক্টিভেশন কোড চলে যাবে। যেটা এখন লিখে আপনাকে একটিভ করতে হবে। এক্টিভেশন কোড টি নির্দিষ্ট করে দেয়া ঘরে টাইপ করে Activate বাটন এ ক্লিক করুন। সঠিকভাবে কোড টি লিখে থাকলে আপনার Registration কমপ্লিট হয়েছে মর্মে একটি বার্তা প্রেরণ করা হবে। তারপর পুনরায় ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এখন আপনাকে সাইটে লগইন করতে বলবে।
এখন তাহলে লগইন এ ক্লিক করে লগইন করে নিন। সফলভাবে লগিন করা হলে আপনাকে নিচের মত একটি পেইজ এ নিয়ে যাওয়া হবে। সেখানে নিচে থাকা Click here লিঙ্কে একটি ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করবেন তা চিত্রে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তাহলে TIN Certificate Registration Form টি ওপেন হবে।
মূলত TIN Certificate Registration এর জন্য আসল কাজটি এখন এখান থেকেই শুরু হবে। এখানে আপনার জাতীয় পরিচয় পত্র দেখে সবকিছু পূরণ করতে হবে। যেটি ভালো করে পড়ে ও বুঝে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে Next করে করে প্রত্যেকটি ধাপ পূরণ করতে থাকুন। ফরম পূরণ শেষে Final Preview দেয়ার জন্য আপনাকে বলা হবে।
যাতে আপনি যে তথ্য দিয়েছেন সেখানে কোন ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারেন। যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে নিচের Terms and Condition এর চেক বক্সটিতে টিক চিহ্ন দিয়ে Submit Application বাটনে ক্লিক করুন।
আপনি এখন বর্তমানে শেষ ধাপে অবস্থান করছেন। অর্থাৎ নতুন একটি পেইজে চলে এসেছে। যেখানে আপনার ছবি সহ আপনি আপনার সম্পর্কে যে সকল তথ্য দিয়েছেন তা এক নজরে দেখার জন্য আপনার সামনে চলে আসবে। এরই নিচের দিকে দেখুন দুইটি অপশন দেওয়া আছে। একটি View Certificate এবং পাশেরটি Print Details। চাইলে আপনি আপনার ডিটেইলস টিও প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে রাখতে পারেন।
আর পাশে থাকা View Certificate এ ক্লিক করলেই আপনার NBR TIN Certificate Registration ফর্ম টি জেনারেট হয়ে চলে আসবে। এখন আপনার tin number registration certificate download করে সেভ করে আপনার ড্রাইভে নিয়ে নিন এবং প্রিন্ট কপি বের করে সংরক্ষণ করুন।
দেখলেনতো অনলাইনে একটি TIN Certificate তৈরি করা এখন কত সহজ। আর এভাবে মাত্র কয়েকটি ধাপ অনুসরন করেই আপনি অনায়াসে কোন প্রকার ঝামেলা ছাড়াই অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার TIN Certificate Registration ফর্ম টি বিনামূল্যে সংগ্রহ ও পরবর্তীতে ব্যাবহার করতে পারেন।
2 Comments
খুব হেল্পফুল একটা পোষ্ট। এই পোষ্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। TIN রিনিউ কিভাবে করতে হয় সেই পোষ্ট পরবর্তিতে দিবেন আশাকরি।
Very much important articles for us. It’s helpful for us.