আপনি যদি কাতার ভিসা পেয়ে থাকেন তাহলে আগে qatar visa check online এ যাচাইয়ের মাধ্যমে জানতে পারেন যে আপনার কাতারে যাওয়ার ভিসাটি সঠিক আছে কিনা। তাই আপনার জন্য পরামর্শ হল যে, আপনি অবশ্যই কাতারে যাওয়ার আগে qatar visa check online এ যাচাই করে নিন।
আমরা অনেকেই আছি যারা কাতার যাবার জন্য আগ্রহী। তাই কাতারে যাওয়ার জন্য অনেকে দালাল ও বিভিন্ন এজেন্সির মাধ্যমে টাকা ও পাসপোর্ট জমা দিয়ে থাকেন। কিন্তু অনেককে আবার এই কাতার ভিসা পাওয়ার পরে প্রতারিতও হতে শুনা যায়। তাই আপনি কাতারের ভিসা হাতে পাওয়ার পর qatar visa check online এ একবার দেখে নিন।
আরও জানতে পড়ুনঃ
qatar visa check online এ যাচাই করার পদ্ধতিঃ
অনলাইনে কাতারের ভিসা চেক করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইল অথবা ল্যাপটপের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করুন। অথবা গুগল ক্রম ব্রাইজারে গিয়ে টাইপ করুন qatar visa check online। তারপর সার্চ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইটের এড্রেস প্রদর্শিত হবে।
সেখান হতে আপনি লক্ষ্য করলে দেখবেন Qatar Visa Status নামে কাতার সরকারের নিজস্ব একটি ওয়েবসাইট সবার উপরে প্রদর্শিত হচ্ছে। ঐ ওয়েবসাইটের এড্রেসটি হল moi.gov.qa আপনি এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন অথবা আপনার যদি এড্রেস বারে গিয়ে খুঁজতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করে প্রবেশ করুন।
তাহলে নিচের চিত্রের ন্যায় কাতার সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট টি আপনার সামনে চলে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি qatar visa check online এ দেখতে পারবেন। ওয়েবসাইট টি সম্পূর্ণরূপে আরবিতে লিখা থাকবে। তাই আপনার আরবি লেখা বুঝতে আপনার সমস্যা হলে ইংলিশ ভার্সন এ ক্লিক করে ভার্সনটি ইংলিশ করে নিন। তাহলে আপনার সবকিছু বুঝতে সুবিধা হবে।
ভার্সন ইংলিশ করার পরে মেনুবারে গিয়ে MOI Services > Inquiries > Visa Services > Visa Inquiry & Printing এ পর্যায়ক্রমে ক্লিক করুন। যা নিচে চিত্রের সাহায্যে দেখান হল।
Visa Inquiry & Printing এ আসার পর দেখবেন দুটি অপশন রয়েছে। অর্থাৎ আপনি ভিসা নম্বর এবং পাসপোর্ট নম্বর এই দুটি অপ্সনের মাধ্যমে আপনার কাতারের ভিসাটির সত্যতা যাচাই করতে পারবেন। যেমন-
১। Visa Number: আপনি যদি কাতার ভিসা হাতে পাওয়ার পর আপনার কাতারের ভিসাটি Visa Number দ্বারা যদি চেক করতে চান তাহলে এই অপশনটি নির্বাচন করতে হবে। প্রথমে থাকা Visa Number এর এই অপশনটি টিক মার্ক দিয়ে খালি ঘরে আপনার ভিসার নম্বরটি টাইপ করুন।
তারপর ফর্মের নিচের দিকে যেয়ে আপনার Nationality নির্বাচন করতে হবে। আপনি Nationality অপশনে ডানপাশের খালি ঘরে আপনার Nationality নির্বাচন করে দিন। তারপর নিচে থাকা একটি ক্যাপচার সঠিক উত্তর ঠিকমত পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।
আরও জানতে পড়ুনঃ
qatar visa check online এ আপনার কাতারের ভিসাটি যদি সঠিক থাকে তাহলে আপনি যার তথ্যই জানতে চাইবেন তার ভিসার বিস্তারিত সহ সম্পূর্ণ তথ্য আপনার সামনে চলে আসবে। এভাবে ভিসা নম্বর দিয়ে আপনি কাতারের ভিসা যাচাই করতে পারেন।
২। Passport Number: আপনার কাতারের ভিসাটি Passport Number দ্বারা যদি চেক করতে চান তাহলে দ্বিতীয় এই অপশনটি আপনাকে নির্বাচন করে কাজ করতে হবে। এখানে আপনি আপনার Passport Number ও আপনার Nationality নির্বাচন করে Submit বাটনে ক্লিক করুন।
আপনার কাতারের ভিসা যদি সঠিক থাকে তাহলে ভিসার সম্পূর্ণ তথ্য আপনার সামনে চলে আসবে। এভাবে Passport Number দিয়ে আপনি কাতারের ভিসার সত্যতা যাচাই করতে পারেন।
ভিসার বিস্তারিত আসার পর আপনি চাইলে ভিসার তথ্যগুলো প্রিন্ট করে নিতে পারেন। এভাবে আপনি আপনার qatar visa check online এ দেখে নিতে পারেন।