Online train ticket খুব সহজে কিভাবে ঘরে বসে আপনি ক্রয় করবেন তার সমস্ত নিয়ম কানুন একদম পেমেন্ট করা সহ চিত্র আকারে এখানে দেখানো হয়েছে। আশা করি এখানে দেখানো নিয়মগুলো ফলো করে আপনি যে কোন ট্রেনের online train ticket ক্রয় করে রেল ভ্রমন করতে পারবেন।
এখন থেকে আপনাকে ষ্টেশনে গিয়ে ভীর ঠেলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করে টিকেট কাটতে হবে না। খুব সহজেই আপনি ঘরে বসে আপনি আপনার হাতে থাকা স্মার্ট ফোনটির মাধ্যমে ঘরে বসেই online train ticket কিনতে পারবেন এবং টিকেট কাটার পরে আপনাকে আর কোন ঝামেলায় পড়তে হবে না।
এই টিকেট টি দিয়ে আপনি আপনার পছন্দ মত স্টেশন থেকে সরাসরি ট্রেন ভ্রমন করতে পারবেন। আলাদা করে আপনাকে আর কোন কিছু করতে হবে না। কিভাবে আপনি Online train ticket ক্রয় করবেন তার বিস্তারিত চিত্র সহকারে দেখান হল।
অনলাইনে টিকেট ক্রয় করার পূর্বে Registration করার প্রক্রিয়াঃ
Online train ticket ক্রয় করার পূর্বে আপনাকে আগে বাংলাদেশ রেলওয়ের সরকারী ওয়েবসাইটে Registration করা থাকতে হবে। online train ticket অনলাইনে কাটার জন্য প্রথমেই চলে আসবেন আপনার ফোনের যে কোন একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রম ব্রাউজারে চলে আসুন। আসার পরে সার্চ বারে গিয়ে টাইপ করুন railway ticket অথবা eticket bd এটা লিখে সার্চ করে দিবেন। (ফোনে ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক)।
সার্চ করা মাত্র সার্চ রেজাল্টের ঘরে সবার উপরে বাংলাদেশ রেলওয়ের সরকারী https://eticket.railway.gov.bd/ এই ওয়েবসাইটটি চলে আসবে। এখন সেই লিংকে ক্লিক করতে হবে। লিংকে ক্লিক করলে পরে নিচের চিত্রের ন্যায় একটি ওয়েব পেইজ আপনার সামনে প্রদর্শিত হবে।


পেইজে প্রবেশ করা মাত্র টার্মস এন্ড কন্দিশান হিসাবে Disclaimer নামে একটি ডায়লগ বক্স আসবে। সেখানে আপনাকে I AGREE করতে বলবে। আপনি I AGREE বাটনে ক্লিক করুন। তাহলে AGREE করার পর নিচের চিত্রের ন্যায় একটি পেইজ আসবে।


এখানে এই পেইজের উপরের দিকে ডান কর্নারে (চিত্রে তীর চিহ্নর মাধ্যমে দেখানো আছে) থাকা মেনু আইকনে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের ন্যায় মেনুর বিভিন্ন অপশনগুলো প্রদর্শিত হবে। এই অপশনগুলোর মধ্য হতে আপনি প্রথমে রেজিস্টার এ ক্লিক করুন।


কারণ এখানে প্রথমবার যে কেউ আসলেই তাকে প্রথমে টার্মস এন্ড কণ্ডিশান হিসাবে Registration করতে হয় একাউন্ট খোলার জন্য। বাংলাদেশ রেলওয়ের টিকেট অনলাইনে কেনার জন্য প্রত্যেকের নামে আলাদা করে Registration করা লাগে। কারণ যিনি টিকেট ক্রয় করবেন তাঁর নামেই টিকেট আসবে।
এখন আপনি রেজিস্টার অপশনে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় একটি উইন্ডো আসবে ও আপনাকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে আপনাকে প্রথমেই মোবাইল নম্বর দিতে বলছে। আপনি অবশ্যই আপনার সচল মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন।


মোবাইল নম্বর দেয়ার পর নিচের ঘরে লক্ষ্য করুন এন্টার এন আই ডি নাম্বার লেখা আছে। এখান থেকে অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। তারপরের ঘরে আপনার জন্ম তারিখ নির্দিষ্ট করে দিতে বলবে। আপনি এখানে সবগুলো অপশন পড়ে সঠিক ভাবে পূরণ করে verify করে দিন। তাহলে নিচের চিত্রের ন্যায় Registration নামে বাংলাদেশ রেলওয়ের online train ticket সংগ্রহের আরেকটি পেইজ আসবে।


এখানে আপনাকে তীর চিহ্নর মাধ্যমে দেখানো ঘরগুলোতে আপনার একটি ভ্যালিড ইমেইল নম্বর, আপনার এলাকার পোস্টাল কোড (এনআইডি অনুসারে), আপনার ঠিকানা এবং একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করে দিয়ে নিচের COMPLETE REGISTRATION বাটনে ক্লিক করুন। এখন আপনার মোবাইলে ম্যাসেজ আকারে ছয় সংখ্যার একটি ওটীপী কোড চলে যাবে এবং নিচের ডায়লগ বক্সে আপনাকে সেই ছয় সংখ্যার ওটীপী কোডটি দিতে বলবে।


আপনি ওটীপী কোড দিয়ে CONTINUE করলেই নিচের চিত্রের ন্যায় বাংলাদেশ রেলওয়ের টিকেট ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত পেইজটি আপনার সামনে চলে আসবে। এই ছিল আমাদের রেজিস্ত্রাসান করার প্রক্রিয়া।


এখন থেকে আপনি আপনার পছন্দ মত বাংলাদেশ রেলওয়ের যে কোন গন্তব্যের আন্তঃনগর ট্রেনের টিকেট যে কোন স্থান থেকে অনলাইনে কিনতে পারবেন।
আরও পড়ুনঃ অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন।
Online train ticket ক্রয়ের প্রক্রিয়াঃ
আপনি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে রেজিস্ত্রেশান প্রক্রিয়া সম্পন্ন করার পর যখন রেলের টিকেট ক্রয়ের জন্য পুনরায় ওয়েবসাইটে ধুকবেন তখন আপনাকে লগিং করে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে।
প্রবেশ করা মাত্র আপনার সামনে উপরের (চিত্র- ০৭) পেইজটি চলে আসবে। এখানে থাকা বিভিন্ন অপশন যথাক্রমে একের পর এক
From (আপনি কোথায় থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নামটা লিখুন),
To (এখানে আপনি কোথায় যাবেন সেই স্টেশনের নামটা লিখুন),
Date of Journey (আপনি কোন তারিখে রেল ভ্রমণ করবেন সেই তারিখ),
Choose a Class (আপনি কি ধরনের চেয়ারে বসে যাবেন, যাত্রীর শ্রেণী, এসি/নন এসি কিনা, ক্যাবিন ইত্যাদি)
সবগুলো অপশন নির্বাচন করে দিয়ে SEARCH TRAIN বাটনে Click করুন। তাহলে আপনার নির্দিষ্ট গন্তব্যের ট্রেন যদি ঐ দিন থাকে তাহলে আপনার সামনে প্রদর্শিত হবে।
এখানে আপনার পছন্দের ট্রেনের তালিকা ভ্রমনের সময় ও আসন সহকারে প্রদর্শিত হবে। আপনি আপনার ভ্রমনের সময় মিলিয়ে সেই ট্রেনের নামের উপরে ক্লিক করলেই আপনার আসনটি বুকিং দিতে বলবে।
আপনি আপনার পছন্দ মত আসন সংখ্যা ও কোন বগিতে যাবেন তার ছক বা চিত্র দেখে দেখে নির্বাচন করে নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনি আপনার আসন সংখ্যা অনুসারে কত টাকা দিতে হবে তার পরিমান প্রদর্শন করবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি CONTINUE PURCHASE বাটনে Click করে দিন।
এখন আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার নাম মোবাইল নম্বর ইমেইল সহ একনজরে কিছু তথ্য প্রদর্শিত হবে। আপনি নিচের দিকে স্ক্রল করে পেমেন্টের ঘরে চলে যাবেন।
এখানে আপনি আপনার মোবাইলে থাকা বিকাশ/নগদ/রকেত/উপায়/ভিসা কার্ড/ডাচ বাংলা যে কোন একটি পেমেন্ট অপশন নির্বাচন করে পেমেন্ট কনফার্ম করলেই এবং সবকিছু ঠিকঠাক থাকলে Payment Successful! কনফার্ম হয়েছে মর্মে একটি ম্যাসেজ আপনার সামনে চলে আসবে এবং আপনার টিকেটটি প্রিন্ট করতে বলবে।
আপনি প্রিন্ট অপশনে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় আপনার টিকেটের একটি বিস্তারিত আপনি দেখতে পাবেন এবং এটাই আপনার রেল ভ্রমনের টিকেট। আপনি যখন রেল ভ্রমণ করবেন তখন এটা প্রিন্ট করে আপনার কাছে রাখতে হবে।
টিকেট পরবর্তীতে পুনরায় ডাউনলোড করবেন কিভাবেঃ
দেখা গেল আপনি ট্রেনের টিকেট অনলাইনে কেটেছেন অথচ ঐ মুহূর্তে টিকেটটি সংরক্ষণ করতে ভুলে গেছেন বা সংরক্ষণ করতে পারেননি। তখন পরবর্তীতে আপনি কিভেবে সেই টিকেটটি সংগ্রহ করবেন? আপনি নির্দিষ্ট তারিখে রেল ভ্রমনের পূর্বে আপনার অনলাইনে ক্রয় করা টিকেটটি যে কোন সময় পুনরায় বের করতে পারবেন।
এজন্য আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে লগিং করে প্রবেশ করতে হবে। তারপর ডানপাশের মেনু আইকনে ক্লিক করলে ভেতরে থাকা সাব মেনুর অপশনগুলো চলে আসবে। আপনি যেহেতু লগিং করে প্রবেশ করেছেন সেহেতু এখানে আপনার নামটি প্রদর্শিত হবে।
আপনি আপনার নামের উপরে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে। সেখান হতে PURCHASE HISTORY তে Click করুন। তাহলে আপনার ক্রয় করা রেলের টিকেটটি পুনরায় আপনার সামনে প্রদর্শিত হবে। এখন আপনি আপনার পছন্দ মত টিকেটের পিডিএফ কপিটি ডাউনলোড করে সেভ করে রেখে দিন।
মূলত এই ছিল অনলাইনে বাংলাদেশ রেলওয়ের টিকেট কেনার সম্পূর্ণ প্রক্রিয়া। এই পদ্ধতিতে online train ticket কাটা একদিকে যেমন ঝামেলাহিন তেমনি অপরদিকে অনেক সহজ। আশাকরি এই প্রক্রিয়াটি আপনাদের অনেক উপকারে আসবে। নিরাপদ ও আরামদায়ক রেল ভ্রমনের প্রত্যাশা রইল সকলের জন্য।