Free SMS Online বিশ্বের যে কোন দেশে। অনলাইনের এই যুগে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন প্রয়োজনে SMS আদান প্রদানের প্রয়োজন পড়ে। ফলে আমরা SMS পাঠানোর জন্য বিভিন্ন ধরনের টুলস বা সফটওয়্যার ব্যাবহার করে থাকি। তাই খোঁজ করলে হয়তবা ফ্রিতে SMS এর জন্য আপনি অনলাইনে অনেক অ্যাপ পেয়ে যাবেন।
তবে সেটা সেই অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ আপনি যেই অ্যাপ ব্যাবহার করে SMS পাঠাবেন অপর প্রান্তে থাকা মানুষটির কাছেও সেই অ্যাপ টি থাকতে হয়। এতে করে অনেকক্ষেত্রে কোন প্রাইভেসি থাকেনা।
কিন্তু এখানে দেখানো পদ্ধতিতে আপনি যাকে এসএমএস পাঠাতে চান তার মোবাইল নম্বরে সরাসরি এসএমএস পাঠাতে পারবেন। তাও আবার সম্পূর্ণ ফ্রীতে। আর এটার একটি বড় সুবিধা হল আপনি আপনার পরিচয় সম্পূর্ণ গোপন করে free sms online এ পাঠাতে পারবেন।
তবে একটা বিষয় বলে নেয়া দরকার যে, সবার প্রতি অনুরোধ রইল কেউ এটা কারো সাথে হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করবেন না। যেহেতু free sms online এর মাধ্যমে কোন একটি নম্বর থেকে যাবে তাই SMS টেক্সট লেখা শেষ হলে নিচে আপনার পরিচয় দিয়ে পাঠাবেন এটাই নিয়ম।
এই সাইটটির মাধ্যমে আপনি বিশ্বের যেকোন দেশে free sms online এ পাঠাতে পারবেন কোন অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই। কিভাবে ফ্রী SMS করবেন তার পদ্ধতি এখানে দেখানো হলো।
প্রথমে আপনি আপনার ফোন বা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজার টি ওপেন করুন। তারপরগু গল সার্চ বারে গিয়ে লিখুন https://www.afreesms.com অথবা এখানে ক্লিক করুন। তাহলে সাথে সাথে নিচের স্ক্রীন এর ন্যায় ওয়েব সাইটটি ওপেন হয়ে যাবে।
ওয়েব সাইট টার উপরের দিকে হোম বাটন এর পরেই (তীর চিহ্নিত) Send Free SMS বাটনে ক্লিক করুন। কোন এড আসতে পারে। তখন ক্রস (X) চিহ্নতে অথবা Close বাটন টিপ দিয়ে কেটে দিন। তাহলে নিচের চিত্রের ন্যায় SMS Box টি আপনার সামনে চলে আসবে।
এখানে প্রথমে Country অর্থাৎ আপনি যে দেশে SMS পাঠাতে চান সেই দেশ সিলেক্ট করুন। তারপর Phone Number এর ঘরে কান্ট্রি কোড এরপর হতে Phone Number টি টাইপ করুন। অর্থাৎ আপনি যদি Country বাংলাদেশ সিলেক্ট করেন তাহলে +880 এরপর বাকি দশটি ডিজিট লিখতে হবে। তেমনি অন্যান্য দেশের বেলায় ও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
তারপর Phone Number দেওয়া হলে পরে Text Message লিখার ঘরে গিয়ে ঝটপট আপনার কথাগুলো লিখে ফেলুন। সবকিছু লিখা শেষ হলে একটি ক্যাপচা পূরণ করতে হবে। কোথায় ক্যাপচা পূরণ করতে হবে তা নিচে নির্দিষ্ট করে দেয়া আছে। ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে নিচের Send বাটনে ক্লিক করলেই আপনার SMS টি আপনার দেয়া কাঙ্ক্ষিত নম্বরে চলে যাবে। প্রত্যেকটি অপশানে তীর চিহ্নর মাধ্যমে দেখানো হয়েছে।
এভাবে আপনি যত খুশি তত free sms online এর মাধ্যমে আপনার প্রিয়জনকে পাঠাতে পারবেন কোন প্রকার চার্জ ছাড়াই। ওয়েবসাইট টি ঠিকঠাক মত কাজ করছে কিনা সেটা আপনার নিজের মোবাইল নম্বর দিয়েই ট্রাই করে দেখতে পারেন।
তবে অনুরোধ রইল কাউকে কোন প্রকার ভয়-ভীতি বা হয়রানির উদ্দেশ্যে কোন SMS দিবেন না। যদি দেন তাহলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে।