Verification: 604f510ca357bb64

আপনার হাত পা কোমল ও সুন্দর রাখার গোপন টিপস।

সবসময় আপনার হাত পা কোমল ও সুন্দর রাখার গোপন একটি টিপস। ব্যস্ততম এই সময়ে পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি বিশেষ করে নারীরা একটু চেষ্টা করেন সুন্দর পরিপাটি করে সবার সামনে নিজেকে উপস্থাপন করা। সবার মাঝে নিজেকে একটু অন্যরকম সুন্দর দেখানোর চেষ্টা কিন্তু সবাই করেন। তাই একজন বিউটি এক্সপার্ট এর মতে নিজেকে কিভাবে ভালো আর সুন্দর রাখবেন তার কিছু কথা এখানে শেয়ার করা হলো।

যেমন ধরুন হাত এবং পা এই দুটি জিনিস আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষ করে প্রতি মুহূর্তে আমাদের হাতের ব্যবহার হয় সবচাইতে বেশি। আর নিজেকে অন্যের কাছে উপস্থাপন করতে বা কারো সামনে যেতে হলে হাতের উপর নজর পড়ে সবার আগে। তাই হাতের ভূমিকা অনেক।

হাত পা কোমল ও সুন্দর থাকলে কিন্তু আমাদের কনফিডেন্সের বৃদ্ধিতে অনেকটা সাহায্য করে। আবার দেখতেও অনেক সুন্দর লাগে। কিন্তু নানা কারণে আমরা এই হাত ও পায়ের মলিনতা হারিয়ে ফেলছি। পড়াশোনা, সংসারের কাজ অফিসের কাজ কিংবা বয়সের কারণে আমরা হাতের মলিনতা ও সৌন্দর্য হারিয়ে ফেলি।

বিশেষ করে হাত দুটোকে আমরা সবাই চাই একটু বেশী সুন্দর রাখতে। একটু কোমল নরম আর মসৃণ করে রাখতে। আপনার প্রিয়জনটি যেন সুন্দর হাতটা ধরে আর না ছাড়ুক এটা সবাই চাই। তাই আপনারা কিভাবে খুব সহজেই হাত পা কোমল ও সুন্দর করে তুলতে পারেন সেই টিপস এখন জেনে নিন।

আপনার হাত পা কোমল ও সুন্দর করতে সহজ একটি টিপস:

আপনার হাত ও পাগুলোকে কোমল ও সুন্দর রাখার জন্য আপনাকে বেশী কিছুর প্রয়োজন পড়বে না। আপনার ঘরে থাকা কিছু উপাদান দিয়েই আপনি এ কাজটি করতে পারবেন। আমাদের প্রত্যেকের ঘরেই লেবু, নারিকেল তেল, অলিভ অয়েল, চিনি ও বাটার এই চারটি উপাদান কমবেশি সব সময় থাকে। আমরা এই উপাদানগুলো দিয়েই আমাদের হাত সুন্দর করার স্ক্রাবার টি তৈরি করব।

প্রস্তুত প্রণালীঃ প্রথমে সরাসরি আপনার হাতের তালুতে এক চামচ অলিভ অয়েল ও এক চামুচ চিনি নিয়ে দুটি উপাদানকে ঘষে একত্রিত করে নিয়ে আপনার সম্পূর্ণ হাতে আস্তে আস্তে মেসেজ করতে থাকুন। একটু সময় নিয়ে করতে থাকুন কিছুক্ষণ। হাতের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে এখানে খাঁটি নারিকেল তেল ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ আপনার হাত যদি দেখতে কাল হয় তাহলে এক চামুচ লেবুর রস সাথে দিয়ে নিন। এই নিয়মটি আপনার পায়েও এপ্লাই করুন।

এভাবে ম্যাসেজ করার ফলে আপনার হাতের স্কিনের মধ্যে দ্রুত রক্ত চলাচল বৃদ্ধি পাবে। তারপর উষ্ণ গরম পানিতে হাত ধুয়ে নিন। হাত ধোয়া শেষ হলে নরম তোয়ালে দিয়ে হাত মুছে নিয়ে সাথে সাথে হাতে বাটার বা মাখন লাগিয়ে নিতে হবে। ঘরে মাখন না থাকলে আপনি যে কোনো ময়েশ্চারাইজার লাগাতে পারেন। তবে মাখন ব্যাবহার করলে সবচাইতে ভালো ফল পাবেন।

ব্যাস এভাবেই হয়ে গেল আপনার হাত পা কোমল ও সুন্দর রাখার ঘরোয়া টিপস। এই টিপসটি ব্যাবহারে আপনার হাত দেকতে অনেক সুন্দর লাগবে। তাই হাত সুন্দর আর কোমল রাখতে এই টিপস টি নিয়মিত কিছুদিন করুন। সৌন্দর্য বাড়াতে এর সাথে সাথে হাত ও পায়ের নখগুলোকে সুন্দর রাউন্ড করে কেটে রাখুন সবসময়। 

Leave a Comment

error: Content is protected !!