রোদে পোড়া দাগ দূর করে ত্বক ফর্সা করার সহজ টিপস। বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু সমান তাহলে চাকরি করছেন। তাই চাকরির পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে মেয়েদেরকে বাইরে বের হতেই হয়। তাই মেয়েরা সময়ের অভাবে ত্বকের জন্য বাড়তি কোনো যত্ন নেয়ার সুযোগ পায়না।
তবে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেই চায় তাদের ত্বক যেন সবসময় সুন্দর মসৃণ ও উজ্জ্বল আর সুন্দর থাকুক সবসময়। কখনও বয়স বাড়লেও যেন মুখে বয়সের কোনো ছাপ না পড়ুক। তাই বয়সের ছাপ কমাতেও এই মিশ্রণটি খুব কার্যকরী।
কিভাবে রোদে পোড়া দাগ দূর করে ত্বক ফর্সা করার সহজ এই মিশ্রণটি তৈরি করবেন তার পদ্ধতি এখানে দেখানো হলো।
প্রস্তুত প্রণালীঃ প্রথমে একটি পাত্রে দুই টেবিল চামুচ অ্যালোভেরা জেল নিয়ে তার মধ্যে এক টেবিল চামুচ গোলাপজল মিশিয়ে দিন। গোলাপজল ত্বককে সতেজ ও কোমল রাখতে সাহায্য করে। আর ত্বকের যত্নে অ্যালোভেরার রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। যা ত্বক থেকে দ্রুত কালো ময়লা দাগ তুলে ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনে। উপাদান দুটিকে ভাল করে মিশিয়ে নিন। তারপর এর মধ্যে অ্যাড করুন আধা চামুচ হলুদ গুঁড়া ও এক টেবিল চামুচ লেবুর রস।
লেবু হল এক প্রকার প্রাকৃতিক ব্লিচ। কারন লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের যে কোন কঠিন দাগ তুলতে অতুলনীয় ভূমিকা রাখে। পাশাপাশি ত্বকের কোমলতা ধরে রাখে। অপর দিকে রোদের ক্ষতিকর প্রভাব থেকে আপনার ত্বককে মুক্ত রাখতে হলুদের কোন জুড়ি নেই।
তাই আপনার যে কোন প্রয়োজনে রোদের মধ্যেই বাইরে বের হতে হলে নিয়মিত হলুদ মাখা জরুরী। আর হলুদ এ যথেষ্ট পরিমাণে অ্যান্টিসেপটিক গুন থাকায় ত্বকে ব্রণ বা অন্যান্য দাগও তাড়াতাড়ি দূর করতে পারে।
এখন পুনরায় সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলে যে মিশ্রণটি পাওয়া যাবে সেটাই হলো আপনাদের আজকের সিক্রেট টিপস। যা দ্রুত আপনার রোদে পোড়া দাগ দূর করে আপনার ত্বক ফর্সা ও সুন্দর করে তুলবে। পাশাপাশি আপনার ত্বককে কোমল মসৃণ রাখতে সাহায্য করবে।
ব্যবহার প্রণালীঃ এখন জানিএ দিচ্ছি কিভাবে রোদে পোড়া দাগ দূর করার এই মিশ্রণটি আপনি আপনার ত্বকে ব্যাবহার করবেন। আপনি এই মিশ্রণটি কে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আধাঘন্টা আগে আপনার মুখের ত্বকে ভালো করে ম্যাসেজ করে করে লাগিয়ে রাখতে হবে। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন শুকিয়ে না যায়। তাই মিশ্রণটি ত্বকে লাগানোর পরে পনের থেকে বিশ মিনিট রেখে মুখ পরিস্কার পানি দ্বারা ধুয়ে ফেলুন।
এই মিশ্রণটি এতটাই ভাল আর কার্যকরী যে চাইলে আপনি এই মিশ্রণটি আপনার ঘাড়ে গলায় ও হাতে পায়ে ও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি এতটাই কার্যকরী যে আপনার ত্বক থেকে যে কোন কালো দাগ, বয়সের ছাপ, বাইরে রোদে পোড়া দাগ দূর করে দ্রুত আপনার ত্বককে ফর্সা করে তুলবে। আপনি মিশ্রণটি তৈরি করে মাত্র একবার ব্যবহার করলেই এর রেজাল্ট বুঝতে পারবেন এটি ত্বকের জন্য কতটা কার্যকরী।
সংরক্ষণ পধতিঃ রোদে পোড়া দাগ দূর করার এই মিশ্রণটিকে আপনি একবার বানিয়ে সর্বচ্চো তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তাই আপনার ত্বকের ব্যাবহারের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আপনি মিশ্রণটি কম বা বেশী করে তৈরি করে নিবেন। এভাবে প্রতিদিন নিয়ম করে পুরো এক সপ্তাহ আপনার আক্রান্ত ত্বকে মিশ্রণটি ব্যবহার করুন।