মালয়েশিয়া ভিসা চেক অনলাইনে কিভাবে করতে হয় শুধুমাত্র নাম অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে তার দুটি পদ্ধতিই এখানে চিত্র সহকারে দেখানো হয়েছে। আপনি যদি মালয়েশিয়াতে যাবার জন্য ভিসা পেয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই আপনার মালয়েশিয়া ভিসা চেক করে দেখে নিতে পারেন। জেনে নিতে পারেন আপনার মালয়েশিয়ার ভিসাটি সঠিক আছে কিনা।
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করে দেখার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে যে কোন একটি ইন্টারনেট ব্রাউজারে। তারপর ব্রাউজারের সার্চ বারে গিয়ে টাইপ করুন https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus অথবা আপনি টাইপ করতে না চাইলে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনঃ
সার্চ বারে ঠিকানা লেখার পর সার্চ দিলেই নিচের চিত্রের ন্যায় আমরা মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসের নিজস্ব ওয়েবসাইটের একটি ইন্টারফেস দেখতে পাব।
এখন আপনার কাজ হল ওয়েবসাইটের কোথায় কি লিখা আছে তার সবকিছু আগে ভালো করে দেখে নিতে হবে। এই ওয়েবসাইটে দুইটি পদ্ধতির মাধ্যমে অনলাইনে আপনি আপনার মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। যেমন-
- CARIAN-1 এবং
- CARIAN-2
CARIAN-1 হল পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার জন্য। আর
CARIAN-2 হল পাসপোর্টের নাম দিয়ে ভিসা চেক করার জন্য।
আমরা যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করব। সুতরাং,
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতিঃ
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য CARIAN-1 এর অংশে থাকা No Pasport এর ঘরে আপনার পাসপোর্ট নম্বরটি টাইপ করুন। তারপর পাসপোর্ট নম্বর লিখার পরে নিচেই Warganegara নামে যেই খালি ঘরটি আছে এটা হচ্ছে কোন Country থেকে ভিসাটি প্রসেস করতে দেওয়া হয়েছে সেই দেশের নাম লিখতে হবে।
আপনি যদি বাংলাদেশ থেকে এপ্লাই করে থাকেন তাহলে সেই ঘরে বাংলাদেশ লিখে দিন। তারপর একদম ডান পাশে (চিত্রে তীর চিহ্নর মাধ্যমে দেখানো হয়েছে) Carian লিখা বাটনে ক্লিক করুন। আপনার মালয়েশিয়া ভিসা যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার নাম, পাসপোর্ট নম্বর সহ সমস্ত তথ্যগুলো আপনার সামনে চলে আসবে।
আরও পরুনঃ
অর্থাৎ আপনি যেই পাসপোর্ট এর নাম্বারটা দিয়ে ভিসা করতে দিয়েছেন সেই পাসপোর্টে মালয়েশিয়া ভিসা কিন্তু অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশনে এন্ট্রি হয়েছে অর্থাৎ আপনার ভিসার তথ্য সব ঠিক আছে।
এইভাবে আপনি চাইলে শুধু পাসপোর্ট নম্বর দিয়ে আপনার মালয়েশিয়া ভিসা সঠিক আছে কিনা তা অনলাইনে চেক করে যাচাই করে নিতে পারেন।
নাম দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার পদ্ধতিঃ
নাম দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য CARIAN-1 এর অংশে থাকা Nama এর ঘরে আপনার পাসপোর্টে দেয়া নাম পাসপোর্টে যেভাবে লিখা আছে সেভাবে টাইপ করুন। তারপর পূর্বের ন্যায় Warganegara এর ঘরে আপনার দেশের নাম নির্বাচন করে দিন।
তারপর ডানপাশে থাকা Carian লিখা বাটনে পুনরায় ক্লিক করুন। তাহলে আপনার নামে যতগুলো পাসপোর্ট ও ভিসা আছে তার সবগুলো এখানে প্রদর্শিত হবে। এখান হতে আপনি আপনার নাম ও পাসপোর্ট নম্বরটি উল্লেখ আছে কিনা দেখে মালয়েশিয়া ভিসা চেক করে নিতে পারেন।
এই ছিল অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার সঠিক ও নির্ভরযোগ্য পদ্ধতি।