ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়। বর্তমানে অনলাইনে সামাজিক যোগাযোগের জন্য অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। তার মধ্যে ফেসবুক হল সবচাইতে জনপ্রিয়। ফেসবুক হলো সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুকের মাধ্যমে আমরা একে অপরের সাথে দ্রুত যোগাযোগ ও তথ্য আদান প্রদান সহ সকলের সাথে সবকিছু শেয়ার করতে পারি। হোক সেটা ছবি কিংবা ভিডিও।
আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আপনার যদি একটি ফেসবুক একাউন্ট থাকে তাহলে সহজেই আপনি আপনার প্রিয়জনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন। যেন দূরে থেকেও কাছেই আছেন মনে হবে।
যে কোন প্রয়োজনে আপনাৱ পছন্দের কোন ভিডিও শেয়ার করতে পারছেন। তবে অনেক সময় ফেসবুক থেকে পছন্দের কোন ফেসবুক ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে যায়। তখন এটাকে অনেকেই ঝামেলা মনে করেন। আর ভাবেন কিভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন। তবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই।
এখানে এমন একটি সহজ ট্রিকস শেয়ার করা হয়েছে যে ট্রিকস টি ফলো করে আপনি অনায়াসে যেকোন ফেসবুক ভিডিও ডাউনলোড করে নিজের ড্রাইভে নিয়ে আসতে পারেন। এজন্য আপনাকে কোন প্রকার এপ্স বা সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। তাহলে চলুন কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন তা জেনে নেয়া যাক।
প্রথমে আপনি ফেসবুকের যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার লিঙ্কটি কপি করে নিন। লিঙ্ক কোথায় পাবেন তা নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো।
তারপর সেই কপি করা লিঙ্কটি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে পেস্ট করুন। উদাহরণ স্বরূপ আপনার লিঙ্কটি দেখতে হবে এরকম https://m.facebook.com/………… অথবা https://www.facebook.com/………… । এখন আপনার কাজ হল আন্ডার লাইন করা অংশটুকু কেটে দিয়ে আন্ডার লাইনের যায়গায় লিখবেন mbasic । অর্থাৎ লিংকটি হবে এরকম mbasic.facebook.com/…………।
তবে লিঙ্ক যাই থাকুক না কেন .facebook এর আগের সব লেখা মুছে দিয়ে mbasic লিখে পুনরায় ব্রাউজ করুন। তাহলে নতুন করে ব্রাউজারে আপনার কপি করা লিঙ্কটি পুনরায় ওপেন হবে। এখন আপনি সরাসরি ভিডিওটাৱ উপর ক্লিক করুন।
তাহলে শুধুমাত্র ভিডিওটা আলাদা নতুন একটি স্ক্রিনে চলে আসবে ও প্লে হবে নিচের চিত্রের মত করে। এখন আপনি ভিডিও ক্লিপ টির নিচের দিকে ডানপাশে দেখুন তিনটি ডট আছে। নিচে চিত্র দ্বারা দেখানো হয়েছে।
ওটার উপরে ক্লিক করুন। তাহলে Download অপশন টি দেখতে পাবেন। তখন সাথে সাথে ভিডিওর Download বাটনে ক্লিক করুন।
তাহলে ভিডিওটা সরাসরি Download শুরু হয়ে যাবে। এভাবে একই নিয়মে আপনি অন্যান্য যেকোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।