Verification: 604f510ca357bb64

নখ বড় করার সহজ উপায়। দ্রুত হাতের নখ লম্বা ও সুন্দর করতে চান ?

নখ বড় করার সহজ উপায়। আপনি কি খুব দ্রুত আপনার হাতের নখগুলো লম্বা ও সুন্দর করতে চান ? কিভাবে খুব তাড়াতাড়ি আপনার হাত ও পায়ের নখ লম্বা এবং সবার কাছে আকর্ষণীয় করবেন তার সহজ একটি ট্রিক্স এখানে দেখানো হয়েছে।

আপনি চাইলে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে আপনার হাতের ও পায়ের নখ এত বড় আর সুন্দর হবে যে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন। প্রত্যেকটি মেয়েই চায় তাদের হাতের নখ গুলো বড় করতে। আর নখ বড় রাখলে কিন্তু হাতের সৌন্দর্যও বেড়ে যায় কয়েকগুণ।

আবার নখ বড় হলে সেই নখগুলোকে বিভিন্ন রঙে রাঙিয়ে আপনার হাতের সৌন্দর্যকে আরো বাড়াতে পারেন কয়েক গুণ। হাতের নখ বড় রাখা বর্তমান সময়ে চমৎকার একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেক মেয়েরাই তাদের নখের গ্রোথ আর সৌন্দর্য নিয়ে চিন্তিত থাকেন সবসময়।

সবার নখের গ্রোথ কিন্তু কখনোই একরকম হয় না। কারো আবার নখ একটু বড় হলেই নখ পাতলা হওয়ার কারণে বারবার ভেঙে যায়। আবার কারো নখ খুব ধীরে ধীরে বড় হয়। তাই অনেকের কাছে হয়তো একটা প্রশ্ন মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে যে, এমন কোনো চিকিৎসা বা টিপস কি নেই যা ব্যবহারে হাতের নখ দ্রুত বড় হবে ?

তাদের কথা চিন্তা করেই এমন একটি টিপস এখানে দেখানো হয়েছে। যা ঘরে বসে ব্যবহার করলে মাত্র এক সপ্তাহে আপনার নখ দ্রুত গতিতে লম্বা হতে থাকবে। আর নখ একটু বড় হওয়ার আগেই ভেঙে যাওয়ার সমস্যাটাও দূর হয়ে যাবে। সাথে সাথে নখের হলদে ভাবও দূর হয়ে আপনার নখগুলো হবে ধবধবে সাদা ও সুন্দর

আর সত্যিই যদি এমন করা যায় তাহলে আনন্দের যেন শেষ নেই। তাহলে চলুন জেনে নেই নখ বড় করার সহজ উপায়।

দ্রুত নখ বড় করার উপাদানটি আপনাকে দুটি ধাপে এপ্লাই করতে হবে।

০১। নখ ক্লিনিং এবং

০২। নেইলস গ্রোথ রিমেডি তৈরি ও এপ্লাই।

০১। নখ ক্লিনিংঃ সবার প্রথমে আমাদের নখগুলোকে একদম পরিষ্কার করে নিতে হবে। এটা করার জন্য প্রথমে একটি পাত্রে কিছুটা গরম পানি নিয়ে নিন। তারপর এর মধ্যে অ্যাড করুন আধা চামচ লবণ এবং এক চামচ বেবি ওয়াস লিকুইড। এখন সব গুলোকে একসাথে ভালকরে মিশিয়ে নিন।

তারপর এই পানিটার মধ্যে আপনার হাতের নখ গুলিকে পাঁচ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখুন। তাহলে নখের উপর যদি কোন ময়লা আবরণ থাকলে তা নরম হয়ে যাবে। তখন একটি ব্রাশের মধ্যে কিছুটা বেবিওয়াশ নিয়ে ভালো করে ঘষে পরিস্কার করে ফেলুন।

বেবিওয়াশ সাধারণত সফট স্কিনের জন্য তৈরি করা হয়ে থাকে। তাই এটা দ্বারা নখ পরিষ্কার করলে নখ পরিষ্কার হয় দ্রুত এবং আঙ্গুলের চামড়া গুলোও অনেক কোমল হয়ে যায়। এভাবে একটানা কিছুক্ষণ নখের চতুরপাশ ভালো করে ঘষে পরিষ্কার করে ফেলুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে আঙ্গুলগুলো ধুয়ে নিন।

০২। নেইলস গ্রোথ রিমেডি তৈরি ও এপ্লাইঃ এই নেইলস গ্রোথ রিমেডিটি বানানোর জন্য প্রথমে পরিষ্কার একটি পাত্র নিয়ে নিন। এর মধ্যে এক চামুচ ভ্যাসলিনের সাথে এক চামুচ অলিভ অয়েল এবং দুটি ভিটামিন- ই ক্যাপসুল মিশিয়ে দিন। এখন সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিন। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ঘিত নেইলস গ্রোথ রিমেডিটি। এখন এটি নখে এপ্লাই করার পালা।

ব্যাবহার প্রণালীঃ আপনি প্রতিদিন রাতে শোয়ার আগে আপনার নখের উপর পাঁচ মিনিট ধরে মেসেজ করে করে এই রিমেডিটি লাগিয়ে নিন। এই উপাদানগুলো আপনার নখকে শুধু বড়ই করবে না। নখের গোঁড়া থেকেও অনেক মজবুত করবে। সাথে সাথে নখ অনেক উজ্জ্বল দেখা যাবে।

ফলে আপনি নখে কোন প্রকার নেইলপালিশ বা ট্যাটু না লাগালেও আপনার নখ দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে সাতদিন পর্যন্ত নখে এই মিশ্রণটি লাগাতে থাকতে হবে। আর সাতদিন পর দেখুন রেজাল্ট। দেখবেন কত দ্রুত আপনার নখগুলি বড় হয়ে গেছে ও মজবুত হয়েছে। আর এটাই হল একমাত্র নখ বড় করার সহজ উপায়।

কিছু পরামর্শঃ সর্বদা আপনার নখের নিচে গোড়া পর্যন্ত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন। শরীরে চুলকাতে হলে নখ পরিষ্কার আছে কিনা খেয়াল করে তারপর চুলকাবেন। ছোট বাচ্চাদের ধরতে সাবধানতা অবলম্বন করুন। কারণ নখের গুতা শিশুর গায়ে লাগতে পারে।

অনেকে নখের কোনা রাখতে পছন্দ করেন। এতে নখের কোনাগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই নখ রাউন্ড করে রাখাই ভালো। আর রাউন্ড করে রাখা নখ দেখতে বেশি সুন্দর লাগে। নখ শুধু বড় করলেই হবেনা। এর জন্য চাই বাড়তি বিশেষ যত্ন। তাহলে নখ দীর্ঘদিন ভাল থাকবে।

Leave a Comment

error: Content is protected !!