দুবাই ভিসা চেক করার নিয়ম জানতে চান? শুধুমাত্র পাসপোর্ট নম্বর দিয়ে আপনি কিভাবে অনলাইনে দুবাইয়ের ভিসা চেক করবেন। ধরুন আপনি দুবাই যেতে চাচ্ছেন অথবা দুবাই যাওয়ার জন্য আপনি নির্বাচিত হয়েছেন এবং ভিসা হাতে পেয়ে গেছেন।
সাধারণত দুবাই যারা যান তাদেরকে ভিসার একটি হার্ড কপি দেয়া হয়। অন্যান্য দেশের ভিসার মত পাসপোর্টে কোন ভিসার স্টিকার লাগিয়ে দেয়া হয় না। তবে আপনাদের বুঝার সুবিধার্থে এখানে দুবাই ভিসার একটি নমুনা কপি দেয়া হল।

এখানে একজন ব্যক্তির ভিসা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনগুলি দেয়া থাকে। এই ভিসা যারা হাতে পেয়েছেন তারা চাইলে ঘরে বসেই শুধুমাত্র পাসপোর্টের নম্বর দিয়ে অনলাইনে আপনার ভিসা কপিটি সঠিক নাকি ভুয়া তার সত্যতা যাচাই করতে পারবেন। আবার যারা ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু এখনও ভিসার হাতে কপি পাননি তারাও তাদের পাসপোর্ট এর নম্বর দিয়ে অনলাইনে চেক করে দেখতে পারেন যে তাদের ভিসাটি হয়েছে কিনা বা তাদের ভিসার মেয়াদ কতদিন রয়েছে।
আরও পড়ুনঃ
১। কিভাবে অনলাইনে ওমানের ভিসা চেক করবেন।
চলুন তাহলে আমরা পাসপোর্ট নম্বর দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম টি সহজে জেনে নেই। এজন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে গিয়ে টাইপ করুন
https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity
তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করে সার্চ করার জন্য। এড্রেসবারে ঐ ঠিকানাটি টাইপ করে এন্টার দিন। তাহলে দুবাই ভিসা চেক করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের মূল ল্যান্ডিং পেইজটি চলে আসবে আপনাদের সামনে। যা নিচে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। ওয়েবসাইটের মূল পেইজে আসার পরে প্রথমেই আপনার কাজ হল পেইজের কোথায় কোন তথ্য দেয়া আছে তা একবার ভালো করে দেখে নেয়া।
এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন প্রথমে দেয়া আছে Ο File No ও Ο Passport Information দুইটির যে কোন একটি নির্বাচন করতে বলছে। আমরা যেহেতু পাসপোর্টের ইনফরমেশন দিয়ে ভিসা চেক করব। তাই আপনি Ο Passport Information টি ক্লিক করে নির্বাচন করে দিন। তারপর এর ঘরে Ο visa নির্বাচন করে দিবেন।
আর যারা রেসিডেন্সি চেক করতে চান তারা চাইলে Ο Residency চেক করে নিতে পারেন। তার মানে হল যারা রেসিডেন্সি ভিসায় দুবাই যাচ্ছেন তারা এটা সিলেক্ট করে দিবেন। যাইহোক আপনারা Ο visa তে ক্লিক করে নির্বাচন করে দিবেন।
এখানে আরেকটি কথা বলে রাখা দরকার। সেটা হল উপরে পাসপোর্ট ইনফর্মেশনের পাশে যেই Ο File No. অপশনটি দেয়া আছে সেটা আপনার ভিসা কপি ফর্মের উপরে Entry Permit No: এর সাথে যে নম্বর সমূহ দেয়া আছে সেটাই মূলত ফাইল নম্বর এর ঘরে দিতে হবে। আপনারা এই ফাইল নাম্বারটি দিয়েও দুবাই ভিসা চেক করে নিতে পারবেন।
আরও পড়ুনঃ
তবে আপনারা Passport Information অপশনটি দিয়েই দুবাই ভিসা চেক করবেন। তারপর একে একে পর্যায়ক্রমে আপনার কাঙ্খিত Passport No ও Passport Expire Date ও Nationality বাংলাদেশ নির্বাচন করে দিয়ে নিচে Ο I’m not a robot এর চেকবক্সটি নির্বাচন করে দিন। তারপর Search এ ক্লিক করলেই আপনার দুবাইয়ের ভিসাটি যদি সঠিক বা অনুমোদন হয়ে থাকে তাহলে নিচের দিকে আপনার ভিসার ফাইল নম্বর সহ বিভিন্ন ইনফর্মেশান আপনি দেখতে পাবেন।
আপনি যদি ভিসা কপি হাতে পেয়ে থাকেন তাহলে তার সাথে ইনফরমেশনগুলো মিলিয়ে দেখে নিবেন। আপনারা চাইলে ঘরে বসে খুব সহজেই এভাবে আপনার ভিসার বৈধতা অনলাইনে যাচাই করে নিতে পারেন। আশা করি দুবাই ভিসা চেক করার নিয়ম আপনাদের অনেক কাজে আসবে।