মাত্র সাত দিনে ত্বক ফর্সা করার ক্রিম তৈরির সিক্রেট টিপস। ঝকঝকে ও চকচকে সুন্দর ফর্সা ত্বক পেতে এই ক্রিমটি নিজেই বানিয়ে রাতে মাত্র একবার লাগান। আর নিজেই দেখুন এর উপকারিতা। আপনার ত্বক এতটাই সুন্দর আর ফর্সা হবে যে আপনি নিজেই নিজেকে দেখে চমকিয়ে উঠবেন।
ঝকঝকে সুন্দর উজ্জ্বল ফর্সা ত্বক কে না চায়। প্রত্যেকেই চায় তাদের ত্বক যেন চকচকে উজ্জ্বল থাকুক সবসময়। আর তা যদি পাওয়া যায় মাত্র এক রাতের ব্যবহারে তাহলে তো কথাই নেই।
তাই এখানে প্রাকৃতিক কিছু সিক্রেট উপাদান দিয়ে এমন একটি সুন্দর আর কার্যকরী ত্বক ফর্সা করার ক্রিম তৈরির টিপস বা ফেসিয়াল বানিয়ে দেখানো হয়েছে। যা কিনা রাতে মাত্র একবার ব্যবহারে ঝকঝকে উজ্জ্বল ফর্সা ত্বক পাওয়া যায়।
প্রাকৃতিক কি কি উপাদান দিয়ে এই ত্বক ফর্সা করার ক্রিম তৈরির সিক্রেট ফেসিয়ালটি তৈরি করবেন তা এখানে বর্ণনা করা হলো। এই ক্রিমটি নারী পুরুষ উভয়েই ব্যাবহার করতে পারবেন এবং সম্পূর্ণ ন্যাচারাল হওয়ায় এর কোন সাইড এফেক্ট নেই।
প্রস্তুত প্রনালিঃ ফর্সা করার ক্রিম তৈরির প্রথমেই আমাদের লাগবে কিছুটা গোলাপজল। ভালো একটি ব্র্যান্ডের যে কোনো গোলাপজল নিলেই হবে। এখন এই গোলাপজল দিয়ে প্রথমে আপনার সমস্ত মুখমন্ডল টা ভালো করে ধুয়ে নিন।
তাহলে মুখ মন্ডলে কোন প্রকার ধুলা ময়লা থাকলে তা দূর হয়ে যাবে এবং আপনার ত্বককে দ্রুত সতেজ করে তুলবে।
তারপর পরিষ্কার একটি পাত্রে দুই টেবিল চামচ গোলাপজল নিয়ে নিন। তার মধ্যে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দিন। লেবু ত্বকের যত্নে খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান। কারন লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন- সি ও সাইট্রিক অ্যাসিড।
আরও আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ও ত্বকের যে কোন কালো দাগ দূর করে ত্বকের সতেজতা ফিরিয়ে দিয়ে দ্রুত ত্বককে উজ্জ্বল করে তুলার ক্ষমতা। এখন এই মিশ্রণটির মধ্যে দুই টেবিল-চামচ চন্দন কাঠের গুড়া ভালকরে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
ব্যবহার প্রণালীঃ এই পেস্ট টি রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে আপনার সম্পূর্ণ মুখমন্ডলে ম্যাসেজ করে করে লাগিয়ে আধা ঘন্টা অপেক্ষা করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এভাবে প্রতিদিন নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় ঝকঝকে উজ্জ্বল সুন্দর ফর্সা ত্বক।
আর এটিই ছিল ত্বক ফর্সা করার ক্রিম তৈরির সিক্রেট টিপস। যা ব্যাবহারে আপনি মাত্র সাত দিনেই হয়ে উঠবেন অনেক আকর্ষণীয় ফর্সা এবং সুন্দর।
ত্বক ফর্সা করার ক্রিম ছাড়াও সৌন্দর্য ধরে রাখতে কিছু পরামর্শঃ
ত্বকে শুধু ত্বক ফর্সা করার ক্রিম লাগালেই হবে না। ত্বক ভাল রাখার জন্য ত্বকের বাড়তি যত্নও নিতে হয়। তাহলেই ক্রিম ব্যাবহারের উপকারিতা পাবেন। তাই গোসলের সময় বা বাইরে থেকে এলেই নিয়মিত আপনার ত্বকের সাথে মানানসই ফেইস ওয়াশ ব্যাবহার করুন। তারপর সাথে সাথে মুখে যে কোন একটি ক্রিম বা লোশোন লাগিয়ে নিন।
বাইরে বেরুনোর সময় সান্সক্রিম লাগিয়ে বের হবেন। এতে করে আপনার ত্বক ভাল থাকবে। যতটা সম্ভব রোদ থেকে বেঁচে চলার চেষ্টা করবেন। প্রয়োজনে ছাতা ব্যাবহার করতে পারেন।
নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করুন। তৈলাক্ত খাবার এড়িয়ে সব্জি জাতীয় খাবার বেশী করে খাবেন।