জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম কি ? অনলাইনে থাকা আপনার বাংলা জন্ম নিবন্ধনটি ইংরেজিতে অনলাইনেই ঘরে বসে কিভাবে করবেন তা এখানে সহজ করে ও বিস্তারিত ভাবে বলা হয়েছে। আমরা সবাই জানি বিদেশ ভ্রমণ কিংবা আন্তর্জাতিক যে কোনো কাজের ক্ষেত্রে বাংলা জন্ম নিবন্ধনটি কোন কাজে আসেনা। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন ইংরেজিতে জমা দেয়ার প্রয়োজন পড়ে।
এছাড়া বর্তমানে বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলায় জন্ম নিবন্ধন এর পরিবর্তে ইংরেজিতে জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ছে। কিন্তু বর্তমানে আমাদের বেশীর ভাগেরই জন্ম নিবন্ধন বাংলায় তৈরি করা আছে। সেক্ষেত্রে যাদের জন্ম নিবন্ধন ইংরেজি করার প্রয়োজন তারা অনলাইনে ইংরেজি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম নিচে ধাপে ধাপে দেখানো হয়েছে। আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি নিজেই ঘরে বসে তা করে নিতে পারবেন। ইতিমধ্যে যাদের বাংলা জন্ম নিবন্ধন রয়েছে এবং সেটা যদি অনলাইনে থেকে থাকে এবং তাদের যদি ইংরেজিতে জন্ম নিবন্ধন এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সেটা জন্ম নিবন্ধন সংশোধন হিসেবে বা শিরোনামে আবেদন করতে হবে।
অর্থাৎ আপনারা অনলাইনের নির্দিষ্ট ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সংশোধনের যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে আপনাদের সমস্ত কিছু ইংরেজিতে লিখে সাবমিট করতে হবে। পরবর্তীতে আপনার এলাকার পৌরসভা, ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন অফিস হতে সেটা সংগ্রহ করতে হবে। আপনি চাইলে ইংরেজি অনলাইন কপিটি বের করেও কাজ চালাতে পারেন।
তবে সবার জন্য পরামর্শ হলো, এখন থেকে যাদের ক্ষেত্রেই নতুন জন্ম নিবন্ধন এর প্রয়োজন হবে তারা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই জন্ম নিবন্ধন তৈরি করে রাখবেন। তাহলে পরবর্তীতে সেই ব্যক্তিকে আর কোন ঝামেলা পোহাতে হবে না।
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম ও আবেদন পদ্ধতিঃ
প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে থাকা ব্রাউজারে চলে যান। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এটা ব্যবহার করা সহজ। তারপর অ্যাড্রেসবারে গিয়ে টাইপ করুন https://bdris.gov.bd/br/application অথবা Click Here. তারপর এই ঠিকানাটি সার্চ করুন। তাহলে জন্ম নিবন্ধনের জন্য বাংলাদেশ সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এখন প্রথমেই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে জমা বা তৈরি করা আছে কিনা সেটা চেক করে দেখতে হবে।
জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা তা যাচাই এর পদ্ধতিঃ
জন্ম নিবন্ধনের জন্য বাংলাদেশ সরকারের ওয়েবসাইটটিতে আসার পর মূল মেনু হতে জন্ম নিবন্ধন মেনুর সাব-মেনুতে প্রবেশ করে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান লিঙ্কে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের ন্যায় একটি নতুন পেইজ চলে আসবে আপনার সামনে।
এখানে চিত্রে নির্দিষ্ট ঘরগুলোতে আপনার জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নম্বর বা ব্যক্তিগত পরিচিতি নম্বর টি লিখতে বলবে। তার নিচে আপনার জন্ম তারিখ (বছর মাস দিন সহ) উল্লেখ করে দিতে হবে। তারপর সার্চ এ ক্লিক করার আগে একটি ক্যাপচা পূরণ বা নির্দিষ্ট একটি উত্তর দিতে হবে। সেটা সঠিক ভাবে পূরণ করে নিচের Search বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার জন্ম নিবন্ধন টি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেটা আপনার সামনে চলে আসবে। আর যদি না আসে দেখেন তাহলে আগে বাংলা কপিটি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কিভাবে আপনি একজন ব্যক্তির নতুন জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তা এই ওয়েবসাইটে দেওয়া আছে। সেটা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন।
আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করবেন।
আর যদি জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি চলে আসে তাহলে বুঝা গেল যে, ওই ব্যক্তির জন্ম নিবন্ধন অনলাইনে করা আছে এবং বাংলায় করা রয়েছে। এখন সেটাকে ইংরেজিতেও তৈরি করতে হবে। পূর্বেই বলে দেওয়া হয়েছে যে, জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজিতে করতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সংশোধনের মাধ্যমে প্রত্যেকটি কথা ইংরেজিতে করতে হবে।
জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার জন্য ওয়েবসাইটের জন্ম নিবন্ধন মেনু হতে সাব-মেনুর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন (ছয় নম্বর সাব-মেনু) লিঙ্কের উপর ক্লিক করুন। নিচের চিত্রের ন্যায় নতুন একটি পেইজ বা উইন্ডো চলে আসবে। পেইজে কিছু নিয়মাবলী উল্লেখ আছে। কাজ শুরুর আগে পড়ে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। এখানে চিত্রে দেখানো মতে আবেদনকারী ব্যক্তির জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নম্বরটি ও জন্ম তারিখ পুনরায় লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম নিবন্ধন এর সমস্ত তথ্য নিচের চিত্রে দেখানো নির্দিষ্ট স্থানে দেখা যাবে।
এখন আপনার নামের পাশে ডান দিকে থাকা নির্বাচন করুন বাটনে ক্লিক করতে হবে। নিশ্চিত করুন লেখা কোন বার্তা বা উইন্ডো আসলে কনফার্ম এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ফরম চলে আসবে। এখানে আপনার দেশ, জেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, সহ অন্যান্য অপশন পর্যায়ক্রমে ধাপে ধাপে নির্বাচন করে দিতে হবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যেতে হবে। তাহলে নিচের চিত্রের ন্যায় জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন নামে নতুন একটি পেইজ আসবে। আপনার সমস্ত নতুন তথ্য ইংরেজিতে এখানেই লিখতে হবে।
প্রথমেই এখানে আপনাকে বিষয় সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা আমাদের বাংলায় থাকা জন্ম নিবন্ধনটি ইংরেজিতে করব তাই বিষয়ের ঘরের ড্রপডাউন মেনু হতে নাম ইংরেজিতে কথাটি নির্বাচন করুন। এই পেইজের উপরে একটি নোটিশ আপনি লক্ষ্য করলে দেখবেন বলা আছে ** সর্বোচ্চ চার বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে **। অর্থাৎ আপনি যাহাই সংশোধন করেন না কেন এখন থেকে ধরে আপনি মোট চার বার আপনার জন্ম নিবন্ধনের যে কোন তথ্য সংশোধন করতে পারবেন।
এখন মূল আলোচনায় আসা যাক। প্রথমে বিষয় নির্বাচন করা হয়ে গেলে নিচের দিকে খালি ঘরে আপনি আপনার নামটি ইংরেজিতে লিখুন। তারপর নিচের সংশোধন বাটনে ক্লিক করে ভুল ভাবে লিপিবদ্ধ করা হয়েছিল কথাটি নির্বাচন করে দিন। এর মাধ্যমে আপনার নামটি ইংরেজিতে সংশোধনের আবেদন করা সমাপ্ত হল।
এখন পুনরায় আপনাকে পিতা মাতাসহ অন্যান্য সকল তথ্য ইংরেজিতে উল্লেখ করতে হবে। তাহলে + আরও তথ্য সংযোজন করুন লেখা সবুজ বক্সে ক্লিক করুন। তাহলে পুনরায় আপনাকে নতুন করে বিষয় নির্বাচন করতে হবে। তাই পুনরায় পূর্বের ন্যায় বিষয় এর ঘরে ক্লিক করে পিতার নাম ইংরেজিতে কথাটি নির্বাচন করুন এবং পূর্বের ন্যায় সবকিছু ইংরেজিতে উল্লেখ করুন।
এভাবে যতগুলো সংশোধনের প্রয়োজন হবে আপনি সবুজ রঙের + আরও তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করে করে বার বার আপনার অন্যান্য চাহিদা অনুসারে তথ্যসমূহ একে একে ইংরেজিতে লিপিবদ্ধ করে দিবেন।
সমস্ত তথ্য ইংরেজিতে দেয়া শেষ হলে নিচের দিকের অপশন এ গিয়ে পুনরায় আপনার দেশ, বিভাগ নির্বাচন করে ইংরেজিতে লেখা ঘরগুলো ইংরেজিতে পূরণ করে দিবেন। তারপর আবেদনকারীর তথ্যের ঘরে আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল (যদি থাকে) সহ সমস্ত কিছু পূরণ করতে হবে।
সর্বশেষে আপনাকে সংযুক্তিতে গিয়ে কিছু ডকুমেন্ট সংযোজন করতে হবে। কারণ আপনি যে সমস্ত নাম ইংরেজিতে সংশোধন করতেছেন তার প্রমান হিসাবে কিছু ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। তাই এখানে + সংযোজন লেখা সবুজ বাটনটিতে ক্লিক করে আপনার বাংলায় থাকা জন্ম নিবন্ধন টি আপলোড করে দিবেন।
এছাড়া, আপনি যেহেতু জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি সংশোধন করছেন তাই ইংরেজিতে বানানগুলো লেখা আছে এমন কোন ডকুমেন্ট যেমন- আপনার ন্যাশনাল আইডি কার্ড, এসএসসি সার্টিফিকেট, পিতার নাম এর ক্ষেত্রে পিতার ন্যাশনাল আইডি কার্ড, মাতার নামের ক্ষেত্রে মাতার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট এর কপি + সংযোজন বাটনে ক্লিক করে একত্রে সংযোজন করে দিতে হবে।
এগুলো সংযোজন করার জন্য আগে থেকেই আপনার জন্ম নিবন্ধন সনদ সহ সবগুলো ডকুমেন্টের এর একটি করে ছবি তুলে আপনার ড্রাইভে নিয়ে রাখতে হবে। এভাবে পর্যায়ক্রমে সবকিছু ঠিকঠাক মত দেয়া হয়ে গেলে পেমেন্ট অপশনে চলে যাবেন।
এখানে দেখবেন দুটি অপশন দেওয়া আছে। একটি ফি আদায় এবং অপরটি চালান এর মাধ্যমে। আমি সাজেস্ট করবো আপনি প্রথমটি অর্থাৎ ফি আদায় কথাটি নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে আপনি যখন আপনার সংশোধিত ইংরেজিতে করা জন্ম নিবন্ধনটি আপনার নির্ধারিত অফিস থেকে সংগ্রহ করতে যাবেন। তখন একটি নির্দিষ্ট পরিমান ফি সেখানে প্রদান করে আনতে বা সংগ্রহ করতে পারবেন।
অর্থাৎ আপনার সংশোধনের আবেদন টি সম্পূর্ণ হয়ে গেলে আপনার বাংলাায় করা জন্ম নিবন্ধন কপি এবং ফি সহ অন্যান্য ডকুমেন্ট নিয়ে আপনার এলাকার নির্বাচিত ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অফিসের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে হবে। আর এভাবে আপনি আপনার বাংলায় করা জন্ম নিবন্ধন সনদটি ইংরেজিতে করে নিতে ও সংগ্রহ করতে পারবেন।
এখন আপনার সামনে জন্ম নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদন নামে নতুন একটি পেইজ আসবে। এই পেইজে আপনার আবেদন পত্রের নম্বরটি উল্লেখ করা থাকবে। এই নম্বরটি আপনাকে সংগ্রহে রাখতে হবে এবং পরবর্তীতে ইংরেজি জন্ম নিবন্ধনটি অফিস থেকে আনার সময় প্রয়োজন পড়বে।
এই পেইজ থেকে আপনি আবেদনকৃত জন্ম নিবন্ধনটি ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন। এই প্রিন্ট কপিটি নিয়ে আপনার এলাকার নির্বাচিত ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অফিসের সংশ্লিষ্ট শাখায় গেলে তারা নির্দিষ্ট ফি নিয়ে মূল ইংরেজি জন্ম নিবন্ধনটি আপনাকে প্রদান করবে।
যাদের ইংরেজিতে জন্ম নিবন্ধন আছে তারা অনলাইনে থাকা ইংরেজি জন্ম নিবন্ধনটি নতুন করে কিভাবে নিবেনঃ
ধরুন আপনার জন্ম নিবন্ধনটি বাংলা এবং ইংরেজি দুভাবেই করা আছে। কিন্তু পুনরায় নতুন করে ইংরেজি জন্ম নিবন্ধন কপি তুলতে চাচ্ছেন তখন কি করবেন ? তখন আপনাকে পুনরায় বাংলাদেশ সরকারের জন্ম নিবন্ধনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইট লিঙ্ক টি মূল আলোচনার প্রথম দিকে দেয়া আছে। ওয়েবসাইটে আসার পর পুনরায় জন্ম নিবন্ধন লেখা মেইন মেনু হতে সাব-মেনু জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন লিঙ্কে ক্লিক করুন। তাহলে জন্ম নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদন নামে নতুন একটি পেইজ আসবে। এখানেও আপনার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে ধাপে ধাপে পূরণ করে যেতে হবে। এই নিয়মটি হুবুহু ইংরেজিতে নতুন করে আবেদনের মতই।
এখানেও আবেদনের শেষে আপনাকে আবেদন পত্রের নির্দিষ্ট একটি নম্বর দেয়া হবে ও সাথে সাথে আবেদন পত্রটি প্রিন্ট করার অপশন থাকবে। আপনি সেই আবেদন পত্রটি প্রিন্ট করে নিয়ে সংশ্লিষ্ট অফিসে গেলে আপনি কাঙ্ক্ষিত ইংরেজি জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন। তবে এখানে আপনাকে নতুন করে আর কোন ডকুমেন্ট প্রদান করতে হবে না।
দেখলেনত, জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম টি কত সহজ। আপনি একটু চেষ্টা করলেই নিজে নিজে ঘরে বসেই তা করে ফেলতে পারবেন।
পরামর্শঃ অনলাইনে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার আবেদন শুরুর আগে আপনার চাহিদা অনুসারে সমস্ত তথ্য ইংরেজিতে আলাদা একটি ডাইরি বা নোটবুকে নোট করে নিবেন। এছাড়া বাংলায় থাকা জন্ম সনদ সহ সমস্ত ডকুমেন্টগুলোর একটি করে স্পষ্ট ছবি তুলে সাইজ কমিয়ে (সর্বচ্চো 976 KB) রেডি করে নিয়ে তারপর আবেদন করতে বসুন। তাহলে আপনাকে বারংবার উঠতে হবেনা বরং এক বসাতেই আবেদনের কাজটি সেরে ফেলতে পারবেন। আর আপনার আবেদনের কাজটিও দ্রুত এবং নির্ভুল ভাবে সম্পন্ন করতে পারবেন।
1 Comment
খুব ভাল পোষ্ট। আমারটা করা দরকার।