Verification: 604f510ca357bb64

ই পাসপোর্ট চেক করার নিয়ম কি ? E-Passport application status meaning

ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২। E-Passport application status meaning. আপনি কি অনলাইনে অথবা আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে ই পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন? আবেদন করার পর আপনি বুঝতে পারছেন না যে, আপনার পাসপোর্টটি এখন কি অবস্থায় আছে। ইতিপূর্বে যখন MRP System এ পাসপোর্ট হতো।

তখন বুঝা যেত না যে পাসপোর্ট টি কখন কোন সেকশানে থাকে। কারণ তখন অনলাইনে জানার কোন উপায় ছিলনা। একটা নির্দিষ্ট সময় শেষে পাসপোর্ট রেডি হয়ে যেত। তারপর সেই নির্দিষ্ট সময়ে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে হতো। আবার অনেকে দালাল বা তৃতীয় কোন বেক্তির সাহায্য নিয়ে পাসপোর্ট বানিয়ে নিত।

বর্তমানে বাংলাদেশ সরকার পাসপোর্ট সেবার মান বৃদ্ধি করে সেই MRP পাসপোর্টকে ই পাসপোর্ট এ রূপান্তরিত করেছে। যাতে করে একজন পাসপোর্ট গ্রহিতা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। জানতে পারেন তার পাসপোর্টটি কখন কি অবস্থায় আছে। আপনি জেনে অবাক হবেন যে, আপনি ইচ্ছে করলে ঘরে বসেই আপনার ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা বা স্ট্যাটাস জেনে নিতে পারবেন। কিভাবে আপনার ই পাসপোর্ট চেক করবেন তা এখানে সুন্দর করে দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ কিভাবে ঘরে বসে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন

অর্থাৎ ই পাসপোর্ট করার জন্য যখন আপনি অনলাইনে আবেদন করে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে জমা দিয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন। তারপর আপনি আপনার পাসপোর্ট ডেলিভারি বা হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনি কিভাবে জানবেন যে আপনার আবেদনকৃত পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা, পাসপোর্ট রেডি হয়েছে কিনা, হয়ে থাকলে কবে ডেলিভারি নিতে পারবেন ইত্যাদি সবকিছুই আপনি ইচ্ছা করলে ঘরে বসেই জানতে পারবেন।

এজন্য আপনি প্রথমে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার হতে যে কোন একটি ইন্টারনেট ব্রাউজারে এ গিয়ে টাইপ করুন “e passport”। তাহলে রেজাল্টের প্রথমেই দেখবেন ই পাসপোর্ট তৈরির জন্য বাংলাদেশ সরকারের নিজস্ব ওয়েবসাইটটি সামনে চলে এসেছে। যা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে।

ই পাসপোর্ট চেক

চিত্রে দেখানো তীর চিহ্নিত স্থানে ক্লিক করে ওয়েব সাইটে প্রবেশ করুন। মূল ওয়েব সাইটে বা মূল ল্যান্ডিং পেইজে আসার পর আপনাকে মেনুবার হতে ক্লিক করতে হবে CHECK STATUS মেনুতে। তাহলে নিচের চিত্রের ন্যায় একটি পেজ আপনার সামনে আসবে। এখন খালি ঘরগুলোর মধ্যে কোথায় কি বসাতে হবে তা খালি ঘরগুলোর পাশেই লিখে দেয়া আছে যা আপনি দেখলে সহজেই বুঝতে পারবেন।

ই পাসপোর্ট চেক

এখানে প্রথমেই আপনাকে Online Registration অথবা ID Application ID এর যে কোন একটি দিতে হবে। এই আইডি আপনি আপনার অনলাইনে আবেদন পত্রটির মধ্যেই পেয়ে যাবেন। তারপর পরবর্তী খালি ঘরে আপনার সঠিক জন্ম তারিখ নির্দিষ্ট করে দিতে হবে। তারপর পরবর্তী স্টেপে আপনাকে নিচে একটি ক্যাপচা পূরণ করতে হতে পারে।

এই ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে খালি বক্সটিতে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর  Check  বাটনে ক্লিক করুন। তাহলে সাথে সাথে আপনার পাসপোর্টটি বর্তমানে কোন সেকশানে বা কি অবস্থায় আছে তার বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য আপনার সামনে চলে আসবে।

অর্থাৎ আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করে আসার পরে পুনরায় যখন অনলাইনে আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার জন্য যখন অনলাইনে ই পাসপোর্ট চেক করতে যাবেন। তখন ই পাসপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আপনাকে একেক সময় একেক রকমের তথ্য বা স্ট্যাটাস দিয়ে আপনাকে জানানো হবে। যা অনেকেই আমারা বুঝতে পারিনা যে কোনটার মানে কি ? সেই বিভিন্ন রকম তথ্যের কোনটার কি মানে বুঝায় চলুন সেগুলো জেনে নেয়া যাক।

ই পাসপোর্ট চেক বা ই পাসপোর্ট অনলাইন স্ট্যাটাসের কোনটার মানে কি?

১। Submitted: প্রথমেই আলোচনা করছি Submitted নিয়ে। আমরা যখন ই পাসপোর্টের জন্য একটি এপ্লিকেশান জমা দিয়ে আসার পরে প্রথমবার স্ট্যাটাস চেক করতে যাই তখন এই Submitted লেখাটি সার্ভারে শো করে। এই Submitted এর অর্থ হল আপনার আবেদনপত্রটি সফলভাবে পাসপোর্ট অফিসের ওয়েব সার্ভারে জমা হয়েছে।

২। Enrollment In Process: আপনার ই পাসপোর্টটি সফল ভাবে Submitted হবার পরে যখন পুনরায় আপনি ই পাসপোর্ট চেক করতে যাবেন তখন সার্ভারে এই Enrollment In Process লেখাটি শো করবে। অর্থাৎ আপনার আবেদনপত্রটি পাসপোর্ট অফিসে জমা হয়েছে এবং সেটি বর্তমানে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

৩। SB/DSB Police Verification / Clearance: আপনি যখন আপনার পাসপোর্টের স্ট্যাটাস পুনরায় চেক করতে যাবেন তখন এই স্ট্যাটাস টি আপনি দেখতে পাবেন। এই ম্যাসেজটি দেখলে বুঝতে হবে যে আপনার ফাইলটি এখন SB অথবা DSB তে Verification এর জন্য গিয়েছে। এখন তাদের Clearance এর অপেক্ষায় রয়েছে। উনারা যখন তাদের রিপোর্টটি পাঠিয়ে দিবেন তখন আপনার স্ট্যাটাসটি চেক করলে দেখবেন স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে গেছে।

আরও পড়ুনঃ কিভাবে জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজিতে তৈরি করবেন

৪। Pending For Final Approval: এই স্ট্যাটাসটি আসলে বুঝতে হবে আপনার সমস্ত Verification শেষ হয়ে চলে এসেছে। বর্তমানে আপনার ই পাসপোর্টটি চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছে।

এই ধাপে আসার পরে অনেকের স্ট্যাটাসে অন্যরকম ম্যাসেজ দেখাতে পারে। যেমন-

  • Pending For Backhand Verification: এখানে এসে অনেকে আটকে যান। এর অর্থ হল আপনার পাসপোর্টে কাগজপত্রের সাথে তথ্যগত কিছু ভুল পাওয়া গেছে। অথবা আগের পাসপোর্টের (যদি থাকে) সাথে অমিল রয়েছে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্রের সাথে গড়মিল থাকলে এই স্ট্যাটাসটি আসে এবং অনুমোদনের জন্য আটকে থাকে। এছাড়া অন্যান্য কারনেও এই স্ট্যাটাসটি আসতে পারে। তখন পাসপোর্ট অফিসে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে সমাধান করতে হবে। তাঁরাই বলে দিবে আপনাকে কি করতে হবে।
  • Sent For Rework: এরপরে যে স্ট্যাটাসটি আসে সেটা হল Sent For Rework. অর্থাৎ Backhand Verification যদি ফেইল করে তখন এই স্ট্যাটাসটি আসে। এই স্ট্যাটাসটি আসলে বুঝবেন যে আপনার ই পাসপোর্টের Backhand Verification এ গিয়ে ফেইল করে ফেলেছে। তখন আপনাকে স্থানীয় পাসপোর্ট অফিসে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করতে হবে।

৫। Approved: এই স্ট্যাটাসটি একটি ভাল ও আনন্দদায়ক স্ট্যাটাস সবার জন্য। কারণ এই স্ট্যাটাস টি আসলে বুঝতে হবে যে আপনার ই পাসপোর্টের আবেদনটি চুরান্তভাবে উত্তীর্ণ হয়েছে ও অনুমোদন লাভ করেছে। এখন আপনার পাসপোর্টটি প্রিন্টের জন্য চলে যাবে।

৬। Pending in Print Queue: এর মানে হল আপনার ই পাসপোর্টটি চুরান্তভাবে অনুমোদন পাওয়ার পর মুদ্রনের জন্য পাঠানো হয়েছে। তারপর মুদ্রন শেষে কিছুদিনের মধ্যেই আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন।

৭। Passport Shipped: আপনি যখন এই স্ট্যাটাসটি দেখবেন তখন বুঝে নিবেন যে, আপনার পাসপোর্টটি প্রিন্ট হয়ে গেছে এবং ডাক বিভাগের মাধ্যমে আপনার আঞ্চলিক বা জেলা পাসপোর্ট অফিসে পাঠানোর জন্য যাত্রা করেছে যা এখনও পৌঁছায়নি। সাধারণত এই স্ট্যাটাসটি আসলে কিছুদিন অপেক্ষা করতে হয়।

৮। Passport Received: ePassport ready for pick-up. অর্থাৎ আপনার ই পাসপোর্টটি আপনাকে বিতরনের জন্য তৈরি হয়ে গেছে। তাই এই স্ট্যাটাসটি এসেছে। 

৯। Passport Ready For Issuance: আপনি ই পাসপোর্ট চেক কতে গিয়ে যদি এই স্ট্যাটাসটি দেখতে পান তাহলে বুঝতে হবে যে, আপনার পাসপোর্টটি বিতরনের জন্য প্রস্তুত করে রাখা আছে। আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে সেটা নিয়ে আসতে পারেন। আপনার দেয়া মোবাইলে অথবা ইমেইলে একটি ম্যাসেজ পাঠানো হবে আপনার নতুন পাসপোর্টটি সংগ্রহ করার জন্য।

১০। Passport Issued: এই স্ট্যাটাসটি সাধারণত অনেকেই চেক করেন না। কারণ পাসপোর্ট যখন কেউ হাতে পেয়ে যায় তখন সাধারণত কেউ আর তাদের পাসপোর্টের স্ট্যাটাস চেক করে না। তারপরেও বিষয়টা সবারই জানা থাকা দরকার।

আরও পড়ুনঃ কিভাবে জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করবেন

আপনি যখন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আপনার ই পাসপোর্টটি নিয়ে চলে আসবেন। তারপর যদি আপনার ই পাসপোর্ট চেক করেন তাহলে স্ট্যাটাসে এই লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ আপনার ই পাসপোর্টটি আপনাকে সফলভাবে বিতরন করা হয়ে গেছে।

মূলত এই স্ট্যাটাসগুলিই বিভিন্ন ধাপে পাঠানো হয় একজন আবেদনকারীকে তার ই পাসপোর্টের আবেদনের পর হতে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত। আশাকরি স্ট্যাটাসগুলি সম্পর্কে পরিস্কার ধারনা পেয়ে গেছেন।

আর এভাবেই কয়েকদিন পরপর ই পাসপোর্ট চেক করলে আপনাকে বিভিন্ন স্ট্যাটাস বা মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে যে আপনার পাসপোর্টটি কখন কি অবস্থায় রয়েছে। এভাবে সব শেষে যখন জানতে পারবেন আপনার পাসপোর্টটি পুরোপুরি তৈরী করা হয়েছে তখন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ই পাসপোর্টটি নিয়ে আসবেন।

Leave a Comment

error: Content is protected !!