অনলাইনে ভিসা চেক করার নিয়ম কি ? আপনি খুব সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোন দেশের ভিসা চেক করতে পারেন। জানতে পারবেন আপনার ভিসার সত্যতা। ইতিপূর্বে অনেকেই ভিসার জটিলটায় পড়ে বিদেশ যেতে পারতেন না। অর্থাৎ দালাল তাকে নকল ভিসা ধরিয়ে দিয়ে কেটে পড়ত। ফলে মানুষ প্রতারিত হতো। এখন সবকিছু ডিজিটাল হবার ফলে এগুলো এখন আর নেই।
অনলাইনে ওমান ভিসা চেক করার নিয়মঃ
যারা ওমান প্রবাসি আছেন বা যারা ওমানে যেতে চাচ্ছেন এবং অনেকেই হয়তো ভিসা নিয়ে ফেলেছেন। আবার অনেকে হয়তো ভিসার জন্য আবেদন করে ভিসার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে যাবেন না অথবা অন্য কেউ যাবে। সবার ভিসাই আপনি ঘরে বসে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই ওমানের ভিসা চেক করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই অনলাইনে ভিসা চেক করার নিয়ম কি ?
ওমানের ভিসা চেক করার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট দেয়া আছে। কিছু আছে অনেক জটিল প্রকৃতির। আবার কিছু আছে সহজে চেক করা যায় না। আমি এখানে খব সহজে যাতে চেক করতে পারেন এমন একটি ওয়েবসাইটের কথা আপনাদের দেখাব। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি করা আছে এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকেই আপনি এর মাধ্যমে চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ
১। ঘরে বসে অনলাইনে কিভাবে ই পাসপোর্ট এর জন্য আবেদন করবেন।
এজন্য প্রথমেই আপনি আপনার হাতে থাকা মোবাইলের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নিন। তারপর ব্রাউজ করুন বা টাইপ করুন Oman visa check তারপর সার্চ করুন। তাহলে রেজাল্টে অনেকগুলো লিঙ্ক আপনি দেখতে পাবেন। আপনি সেখান হতে খুঁজে এই লিংকে ক্লিক করুন ⇒ https://evisa.rop.gov.om তাহলে নিচের চিত্রের ন্যায় ওমানের সরকারী ই ভিসা ওয়েবসাইটটির মূল ল্যান্ডিং পেইজটি আপনার সামনে চলে আসবে।
এখন আপনি মেনুবার হতে Track Your Application লেখা মেনুতে ক্লিক করুন। যা চিত্রে গোল বৃত্ত ও তীর চিহ্নর মাধ্যমে দেখান হয়েছে। তাহলে নিচের চিত্রের ন্যায় পুনরায় নতুন আরেকটি পেইজ ওপেন হবে।
এখন আপনি পেইজের নির্দিষ্ট স্থানে Visa Application Number এর ঘরে ভিসা থেকে দেখে দেখে Visa Application Number টি ঠিকমত বসিয়ে নিচের দ্বিতীয় Travel Document Number এর ঘরে আপনার পাসপোর্টের নম্বরটি বসিয়ে দিন। তারপর Document’s Nationality এর ঘরে আপনার জাতীয়তা মানে আপনি কোন দেশের নাগরিক সেটা নির্বাচন করে দিন। এখন Text Verification ক্যাপচাটি দেখে হুবুহু পূরণ করে Search বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার ভিসাটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এই পেইজটির নিচের দিকে একটি ম্যাসেজ টেবিল আকারে শো করবে। যেখানে আপনার ভিসাটি Approved লেখা থাকবে। আর Approved লেখার পাশে Payment Receipt এর ঘর হতে আপনার ভিসার ডকুমেন্টটি ডাউনলোড করে নিন। ডকুমেন্টটি PDF আকারে সেইভ হবে। এখানে আপনি আপনার ভিসার ধরণ, কাজের বিবরণ, কোথায় যাবেন, কোম্পানির নাম সহ সকল তথ্য দেয়া থাকবে।
আশাকরি অনলাইনে ভিসা চেক করার নিয়ম টি আপনারা সহজে বুঝতে পেরেছেন। আর এভাবেই খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত ওমানের ভিসাটি যাচাই করে সকল তথ্য জেনে নিতে পারেন।